শব্দদূষণ প্রতিরোধে চট্টগ্রামে পরিবেশ অধিদপ্তরের অভিযান

গাড়ির শব্দদূষণ প্রতিরোধে চট্টগ্রামে পরিবেশ অধিদপ্তরের অভিযান
গাড়ির শব্দদূষণ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়েছেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম গবেষণাগার কার্যালয়ের কর্মকর্তারা।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানার শিকলবাহা ক্রসিং এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে হাইড্রোলিক হর্নসহ অতিমাত্রায় শব্দদূষণের অপরাধে ১১ যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। একই সঙ্গে তাদের ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় এবং গবেষণাগারের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম। এসময় পরিবেশ অধিদপ্তর গবেষণাগার কার্যালয়ের উপ-পরিচালক কামরুল হাসান সঙ্গে ছিলেন।
ইকবাল হোসেন/কেএসআর/এমএস