বান্ধবীর অশ্লীল ছবি ফেসবুকে দেয়ায় দুই বন্ধুর নামে মামলা


প্রকাশিত: ০২:১৮ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

বরিশাল নগরীর অমৃত লাল দে কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে অচেতন করে অশ্লীল ছবি তুলে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে সহপাঠীসহ দুই ছাত্রের বিরুদ্ধে পর্নোগ্রাফী আইনে মামলা দায়ের হয়েছে।

বুধবার বিকেলে ওই ছাত্রী বাদী হয়ে কোতয়ালি থানায় মামলা দায়ের করেছে।

মামলার আসামিরা হলো, ওই ছাত্রীর সহপাঠী অমৃত লাল দে কলেজের একাদশ শ্রেণির ছাত্র জুবায়ের হোসেন আসিফ (১৮) ও পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র মিরাজ হোসেন অমি (১৮)। আসামিদের বাড়ি বানরীপাড়া উপজেলায়। নগরীর একটি মেসে ভাড়া থাকতো তারা।

মামলার আরজির বরাত দিয়ে কোতয়ালি মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, মামলার বাদী ও আসামি আসিফের বাড়ি একই এলাকায় এবং একই কলেজে পড়াশুনার সুবাদে তারা পূর্ব পরিচিত। আর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র মিরাজ আসিফের বন্ধু। গত ৩ ডিসেম্বর নোট দেয়ার কথা বলে ওই ছাত্রীকে মোবাইল ফোনে ডেকে নগরীর কাজী পাড়া মিরাজের মেসে নিয়ে যায়। সেখানে কোমল পানীয় পান করলে জ্ঞান হারায় ওই ছাত্রী। এসময় অশ্লীল ছবি তুলে আসামিরা। সম্প্রতি তা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়।

ওসি আরো জানান, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সাইফ আমীন/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।