৬ মাস বেতন নেই ১১০০ শ্রমিকের, কারখানা বন্ধ করে দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ১১ অক্টোবর ২০২২
প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে শ্রমিকরা

নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে অবস্থিত স্ক্যানডেক্স নিট ওয়্যার লিমিটেডের এক হাজার ১০০ শ্রমিকের ছয় মাসের বেতন না দিয়ে ফ্যাক্টরি তালাবদ্ধ করে মালিক উধাও হয়ে গেছে বলে অভিযোগ করেছেন শ্রমিকরা।

তারা অভিযোগ করেন, মালিক কর্তৃপক্ষ ৩৫০ কোটি টাকা বিদেশে পাচার করে ফ্যাক্টরি লে-অফ (কাজ বন্ধ) ঘোষণা করে।

মঙ্গলবার (১১ অক্টোবর) বেলা ১১টায় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ কথা জানান শ্রমিকরা।

স্ক্যানডেক্সের শ্রমিক মো. শামীম হোসেন বলেন, ছয় মাসের বেতন না দিয়ে মালিক কর্তৃপক্ষ ফ্যাক্টরি তালাবদ্ধ রেখে উধাও হয়ে গেছে। মালিকরা ৩৫০ কোটি টাকা বিদেশে পাচার করে এখন ফ্যাক্টরি লে-অফ ঘোষণা করেছে। আমরা বেপজা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা বলে ‘তোমাদের চাকরি আছে, বেতনও পাবে।’ কিন্তু মালিক কোনো বেতন দেয় না।

তিনি বলেন, বেপজা আমাদের পরপর তিনবার বেতন দেওয়ার কথা বলেছে। তারা ২০২৩ সালের এপ্রিলে যোগাযোগ করার জন্য বলেছে। কিন্তু স্ক্যানডেক্স গার্মেন্টসের প্রায় এক হাজার শ্রমিক কীভাবে বেতন পাবে, আমরা কীভাবে আমাদের প্রাপ্য পাবো, কীভাবে আমাদের পরিবার চলবে- এ ব্যাপারে কোনো কিছুই বলে নাই। এ অবস্থায় আমরা দীর্ঘ ছয় মাস ধরে কোনো বেতন না পেয়ে মানবেতর জীবন-যাপন করছি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম দুলু, মাসুদ ও রাজু আহম্মেদসহ ভুক্তভোগী শ্রমিকরা।

এমআইএস/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।