কিশোর গ্যাংয়ের হামলায় লিখন নিহতের ঘটনায় মূলহোতাসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১০ এএম, ১২ অক্টোবর ২০২২
প্রতীকী ছবি

সাভারের আশুলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলায় মো. লিখন (১৮) নিহতের ঘটনায় হত্যা মামলার মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব- ৪।

মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে তাদের গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর অধিনায়ক ডিআইজি মোজাম্মেল হক।

তিনি বলেন, গত ৪ জুলাই আশুলিয়ার পলাশবাড়ীর ইস্টার্ন হাউজিংয়ে কিশোর গ্যাংয়ের হামলায় আহত হয় সিরাজগঞ্জের আব্দুল মজিদের ছেলে লিখন। সে পলাশবাড়ী এলাকায় কাঠমিস্ত্রির কাজ করতো।

আহত অবস্থায় লিখনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ৫ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডিআইজি মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করে। ঘটনার পর থেকে আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‌্যাব।

মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে আশুলিয়া থেকে লিখন হত্যাকণ্ডে জড়িত হত্যা মামলার মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে বুধবার (১২ অক্টোবর) দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

টিটি/এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।