প্রাইভেট কারের ধাক্কায় যুবক নিহত, গুরুতর আহত স্ত্রী-ছেলে

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৭ এএম, ১২ অক্টোবর ২০২২
ফাইল ছবি

রাজধানীর খিলক্ষেত বিশ্বরোড এলাকায় রাস্তা দিয়ে হাঁটার সময় দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় মো. বাবু (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বাবুর স্ত্রী সুমি আক্তার (২৩) ও দুই বছরের শিশু শুভ আহত হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। বাবুর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সুমি আক্তার ও শুভ ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন, তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিব জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের তিনজনকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যাই। পরে অবস্থার অবনতি ঘটলে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে যাই।

তিনি আরও বলেন, বাবুর গ্রামের বাড়ি ময়মনসিংহ সদর জেলায়। বিস্তারিত জানার চেষ্টা চলছে। প্রাইভেট কারটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে।

কাজী আল-আমিন/এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।