চট্টগ্রামে দুই মাদক কারবারিকে ৬ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৬ পিএম, ১২ অক্টোবর ২০২২

চট্টগ্রামের লোহাগাড়ায় চোলাইমদ সেবন ও বিক্রির অপরাধে দুই মাদক কারবারিকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ অক্টোবর) দিনগত রাত ১২টায় লোহাগাড়া থানার পদুয়া ইউনিয়নের ঠাকুরদীঘি বাজার এলাকায় এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ উল্যাহ।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান উপস্থিত ছিলেন। দণ্ডিতরা হলেন- সাতকানিয়া থানার ছদাহা ইউনিয়নের দক্ষিণ ছদাহা বিল্লাপাড়া গ্রামের মো. লেদু মিয়ার ছেলে মো. আরিফ (২৩) এবং একই গ্রামের জামাল হোসেনের ছেলে মোরশেদ আলম (২৭)।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ বলেন, রাতের বেলায় মাদক সেবন করে ও মদ বিক্রির জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময় ঠাকুরদীঘি এলাকায় টহলরত পুলিশের হাতে আটক হয়। রাতেই ঠাকুরদীঘি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের সামনে দুই ব্যক্তি দোষ স্বীকার করায় তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একশ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। পরে তাদের কারাগারে পাঠানোর জন্য লোহাগাড়া থানাকে আদেশ দেওয়া হয়।

ওসি মুহাম্মদ আতিকুর রহমান বলেন, মাদক সেবন ও বিক্রির জন্য বহন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত দুই মাদক বিক্রেতাকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন। দণ্ডিত দুইজনকে বুধবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

ইকবাল হোসেন/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।