সীমান্তে উত্তেজনা

কক্সবাজারে বিজিবি-বিজিপি পতাকা বৈঠক চলছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৫ এএম, ৩০ অক্টোবর ২০২২
শাহাপরীর দ্বীপে বৈঠকে বিজিবি-বিজিপি

সীমান্তে চলমান উত্তেজনা নিরসনে পতাকা বৈঠকে বসেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।

রোববার (৩০ অক্টোবর) সকাল ১০টায় বৈঠক শুরু হয়। টেকনাফের শাহাপরীর দ্বীপে হচ্ছে বৈঠক। বিজিবির জনসংযোগ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিজিবির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মাহমুদ ইফতেখার। আর মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন ১১ বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের অধিনায়ক পুলিশ কর্নেল ইয়ে ওয়াই শো।

আলোচনা শেষে বিকেলে ব্রিফিং করে বৈঠকের বিষয়ে জানাবেন দুই দেশের প্রতিনিধি দলের প্রধানরা।

jagonews24

আরএসএম/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।