ছাদবাগানে কৃষি হতে পারে নিরাপদ খাদ্যের উৎস: আতিকুল
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ছাদবাগান ও ছাদ কৃষিই হতে পারে নিরাপদ খাদ্যের উৎস। ছাদ কৃষির ক্ষেত্রে অবশ্যই চ্যালেঞ্জ রয়েছে। সঠিক নিয়মে, নিরাপদে ছাদ কৃষি করতে হবে। ডিএনসিসির ওয়ার্ড থেকে যারা সবচেয়ে বেশি নিরাপদ খাদ্য ও নিরাপদ ছাদ কৃষি করতে পারবেন তাদের পুরস্কার দেওয়া হবে। আমরা চাই ঢাকা শহরকে অক্সিজেনের হাব করতে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে ডিএনসিসির নগর ভবনে নিরাপদ ছাদ কৃষি বিষয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালায় সভাপতির বক্তৃতায় আতিকুল ইসলাম এসব কথা বলেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।
ডিএনসিসি মেয়র বলেন, ছাদ বাগানের মাধ্যমে অক্সিজেনের সংস্থান হবে। পরিবেশ রক্ষায় এটি ভূমিকা রাখবে। ঢাকা শহরের গাছপালা কেটে শুধু ভবন নির্মাণ করা হচ্ছে। বনানী চেয়ারম্যান বাড়ির গাছগুলো কেটে ফেলা হয়েছে। সিটি ফরেস্ট ধ্বংস করা হয়েছে। ঢাকার পরিবেশ ধ্বংস করে ফেলা হয়েছে। আমাদের যেহেতু শহরে জায়গার অভাব সেহেতু ছাদেই কৃষি করতে হবে। তবে নিরাপদ ছাদ বাগান করতে হবে। ছাদ বাগানে যেন এডিস মশার জন্ম না হয় সেটি খেয়াল রাখতে হবে। সঠিক নিয়মে ছাদ কৃষির পদ্ধতি সম্পর্কে এ কর্মশালায় আলোচনা করা হয়েছে।
মশার চাষের কথা উল্লেখ করে মেয়র বলেন, গুলশান, বনানী ও বাড়িধারার লেকগুলো দূষিত হয়ে যাচ্ছে। আমরা নিয়মিত লেক পরিষ্কার করছি, খাল ও ড্রেন পরিষ্কার করছি। কিন্তু বাসা-বাড়ির পয়ঃবর্জ্যের লাইন খালে গিয়ে প্রতিনিয়ত খালের পানিকে দূষিত করছে। দূষণের ফলে খালে মাছের চাষ করতে পারছি না, সেখানে মশার চাষ হচ্ছে। এটি আর হতে দেওয়া যাবে না।এ দূষণ রোধ করতে হবে।
ভবিষ্যৎ প্রজন্মের কথা উল্লেখ করে তিনি বলেন, নতুন প্রজন্ম খুবই পশুপ্রেমী। আমরা দেখেছি তারা বিড়াল, কুকুর ও অন্যান্য প্রাণীকে কিভাবে যত্ন করে। অ্যানিমেল ওয়েলফেয়ার হাসপাতাল ও ট্রি ওয়েলফেয়ার হাসপাতালের জন্য মিরপুরে একটি জায়গা ঠিক করেছি। আমরা সেখানে দ্রুতই কাজ শুরু করবো। যারা গাছ ভালোবাসেন তাদের গাছের কোনো অসুখ হলে আমাদের কাছে আসলে চিকিৎসা দেব। এছাড়া অসুস্থ পশু পাখির চিকিৎসাও দেওয়া হবে।
এমএমএ/এমআইএইচএস