চিড়িয়াখানা ব্যবস্থাপনায় হচ্ছে আইন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১১ পিএম, ১৪ নভেম্বর ২০২২
ফাইল ছবি

চিড়িয়াখানা সুন্দর ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য আইন হচ্ছে। ‘চিড়িয়াখানা আইন-২০২২’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, চিড়িয়াখানাকে সহজভাবে পরিচালনার জন্য, সুন্দর ও মানুষের উপভোগ্য করার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ আইনটি নিয়ে এসেছে। আইনে ২৮টি ধারা রয়েছে। এ আইনে বন্যাপ্রাণি সংগ্রহের ক্ষেত্রে ২০১২ সালের বন্যপ্রাণি সংরক্ষণ আইন বা এর অধীনে প্রণীত বিধিমালা পুরোপুরি অনুসরণ করা হয়, সেই বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইনটিতে চিড়িয়াখানার সাধারণ ব্যবস্থাপনা বিধান পুনর্গঠন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ আইনে চিড়িয়াখানায় সংগৃহীত প্রাণির প্রকৃতি ও চাহিদা অনুযায়ী খাঁচা, আবাসন, প্রদর্শন ও তথ্য সংগ্রহ- এ ব্যবস্থাগুলো আরও কার্যকরভাবে করতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

‘কোনো প্রাণীর অবস্থা যদি এমনই হয় যে, তাকে বাঁচিয়ে রাখা যাচ্ছে না বা বেঁচে থাকাটা তার জন্য বেশি কষ্টকর হচ্ছে, সেক্ষেত্রে কারিগরি মতামত নিয়ে কীভাবে ব্যথাহীন মৃত্যুর ব্যবস্থা করা যায়, সেগুলোর বিষয়েও আলোকপাত করা হয়েছে।’

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, দর্শনার্থীরা যেন উপযুক্ত ফি দিয়ে সুবিধাজনকভাবে দেখতে পারে, সেটা ব্যবস্থা করার জন্য খসড়া আইনে গুরুত্ব দেওয়া হয়েছে।

আরএমএম/আরএডি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।