র‌্যাব পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৫ পিএম, ২৮ নভেম্বর ২০২২
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে র‌্যাবের সার্জেন্ট পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. ইউসুফ (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১০।

এতে বলা হয়, রোববার (২৭ নভেম্বর) রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে র‌্যাবের সার্জেন্ট পরিচয়ে প্রতারণার অভিযোগে ইউসুফ নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব-১০ এর একটি দল। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৫১০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতার ইউসুফ গত ১৬ অক্টোবর সাদ্দাম নামে এক ব্যক্তিকে র‌্যাবের পরিচয় দিয়ে যাত্রাবাড়ী থানার শহীদ ফারুক রোড এলাকা থেকে মোটরসাইকেলে করে শনির আখড়ায় নিয়ে যায়। সেখানে নিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে সাদ্দামের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। সাদ্দাম ভয়ে তার আত্মীয়-স্বজনদের কাছে মোবাইলে ইউসুফকে ১০ হাজার টাকা দিলে তাকে ছেড়ে দেন। এছাড়া গ্রেফতার ইউসুফ র‌্যাবের বিভিন্ন কর্মকর্তা পরিচয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন বলে জানায় র‌্যাব।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরএসএম/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।