চঞ্চল চৌধুরীর বাবার মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
ফাইল ছবি
জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
এক শোকবার্তায় তিনি রাধা গোবিন্দা চৌধুরীর আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মারা যান রাধা গোবিন্দ চৌধুরী। তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি কর্মজীবনে স্কুল শিক্ষক ছিলেন।
বার্ধক্যজনিত অসুস্থতার কারণে গত দুই সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রাধা গোবিন্দ চৌধুরী।
এমকেআর/এমএস