দুর্যোগ অধিদপ্তর-বিটিভিতে নতুন ডিজি, বিআইডব্লিউটিসিতে চেয়ারম্যান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ০৩ জানুয়ারি ২০২৩

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, সঞ্চয় অধিদপ্তর, বাংলাদেশে টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটে নতুন মহাপরিচালক (ডিজি) এবং বিআইডব্লিউটিসিতে চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে একজন কর্মকর্তাকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) এ রদবদল এনে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমানকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশনের নতুন মহাপরিচালক নিয়োগ পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ পেয়েছেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান হিসেবে বদলির আদেশাধীন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাফর উল্লাহ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. শফিউল হক।

শিল্প মন্ত্রণালয় অতিরিক্ত সচিব মো. নুরুল আলমকে বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের এসডিও (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অতিরিক্ত সচিব মো. আবুল কালাম আজাদকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

অন্য এক আদেশে অর্থ বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইদুর রহমানকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান করা হয়েছে।

আরএমএম/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।