চামড়া শিল্পনগরী পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১২ পিএম, ০৭ জানুয়ারি ২০২৩

ঢাকার সাভারের হেমায়েতপুরে অবস্থিত বিসিক চামড়া শিল্পনগরী ও সিইটিপি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া।

শনিবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় হেমায়েতপুরে ঋষিপাড়া এলাকায় আসেন তিনি। পরে শিল্পনগরীর সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফইএ), বাংলাদেশ টেনারস অ্যাসোসিয়েশন (বিটিএ) প্রতিনিধি ও ট্যানারি মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ট্যানারি মালিকরা পরিবেশের ব্যাপারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে আলোচনা করে এ সমস্যার সমাধান করতে পারেন। ট্যানারি শিল্পনগরীর সমস্যাগুলো চিহ্নিত করে শিল্পসচিবের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি আলোচনা সভার আয়োজনের ব্যাপারে মুখ্য সচিব নির্দেশনা দেন।

তিনি আরও বলেন, বিসিক ইচ্ছা করলে গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ফান্ড নিয়ে একটি তহবিল গঠন করতে পারে। একই সঙ্গে তিনি ট্যানারি মালিকদের বিনিয়োগ পরবর্তীসময়ে সেবার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

চামড়া শিল্পনগরী পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

মুখ্য সচিব আরও বলেন, আমরা সবাই মিলে যদি একসঙ্গে কাজ করি তাহলে আমরা সহজেই কমপ্লায়েন্স অর্জন করতে পারবো ও এ সমস্যার সমাধান হবে।

সভায় শিল্পসচিব জাকিয়া সুলতানা বলেন, আমরা ট্যানারির সমস্যাগুলো সমাধানে কাজ করে যাচ্ছি। আশা করি, সবাই একসঙ্গে কাজ করলে আমরা এ সমস্যা সমাধান করতে পারবো।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ বলেন, এর আগে আমরা এ শিল্পনগরী ও সিইটিপি পরিদর্শন করে কিছু সুপারিশ দিয়েছি, এগুলো বাস্তবায়ন করা গেলে এ সমস্যা থেকে উত্তরণ করা সম্ভব হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন- বিসিক চেয়ারম্যান মাহবুবর রহমান (গ্রেড-১), ঢাকা জেলা প্রশাসকসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ট্যানারির মালিকরা।

এনএইচ/আরএডি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।