আনোয়ারায় টপ সয়েল কাটায় দুই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:৩৪ এএম, ১৯ জানুয়ারি ২০২৩

চট্টগ্রামের আনোয়ারায় অবৈধভাবে ফসলি জমির টপ সয়েল (ভূমির উপরিস্তর) কাটার অপরাধে মো. শাকিল হোসেন নামের এক ব্যক্তিকে দুই লাখ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের ধানপুরা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ফসলি জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০’ অনুযায়ী শাকিল হোসেন নামের এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় মাটিকাটার ব্যবহৃত দুটি ট্রাক, একটি এক্সক্যাভেটর ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ইকবাল হোসেন/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।