বিকেলে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী
সার্ক শীর্ষ সম্মেলন ও সদ্য মালয়েশিয়ায় সরকারি সফর শেষে দেশে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে শুক্রবার বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর দফতর সূত্রে এ তথ্য জানা গেছে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সার্ক শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই তিনি এক সরকারি সফরে মালয়েশিয়া যান। মালয়েশিয়া সফর শেষে বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরেছেন তিনি।