বিমান হাফ ম্যারাথনে প্রথম সাজ্জাদ ও আফসানা

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫১ বছর পূর্তি উপলক্ষে ম্যারাথন আয়োজন করা হয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর হাতিরঝিলে এই ম্যারাথন হয়। এতে অংশ নেন দেশি-বিদেশের প্রায় দুই হাজার প্রতিযোগী।
দুই ক্যাটাগরিতে ম্যারাথন হয়। একটি হলো সাড়ে ৭ কিলোমিটার ও আরেকটি ২১ দশমিক ১ কিলোমিটার।
আরও পড়ুন: ইরফানের সামনে মুশফিকরা যেন লিলিপুট
এর মধ্যে সাড়ে ৭ কিলোমিটার ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন সাজ্জাদ হোসেন স্নিগ্ধ। তিনি ২৪ মিনিট ৫৫ সেকেন্ডে সাড়ে সাত কিলোমিটার দৌড়ান। দ্বিতীয় স্থান অর্জন করেন তোফায়েল আহমেদ, তার সময় ছিল ২৪ মিনিট ৫৬ সেকেন্ড। তৃতীয় স্থান অর্জন করেন আশরাফুল আলম, তার টাইমিং ছিল ২৫ মিনিট ৪২ সেকেন্ড। বিজয়ীরা যথাক্রমে ৫০ হাজার, ৩০ হাজার, ২০ হাজার টাকা প্রাইজমানি হিসেবে পেয়েছেন।
একই বিভাগে নারী ক্যাটাগরিতে প্রথম হয়েছেন আফসানা হালিম, তার টাইমিং ছিল ৩৬ মিনিট ০১ সেকেন্ড। ৩৬ মিনিট ০২ সেকেন্ড দৌড়ে দ্বিতীয় হয়েছেন স্নেহা জান্নাত এবং তৃতীয় হয়েছেন রিয়া আক্তার, তার সময় ছিল ৩৬ মিনিট ৩৮ সেকেন্ড।
আরও পড়ুন: জেলে বসেই আলভেজ শুনলেন বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিচ্ছে স্ত্রী!
অন্যদিকে ২১ দশমিক ১ কিলোমিটার পুরুষ ক্যাটাগরিতে প্রথম হন মো. ইলাহী সরদার, তার টাইমিং ছিল ১ ঘণ্টা ১২ মিনিট। দ্বিতীয় স্থান অর্জন করেন ফরিদ মিয়া, তার টাইমিং ছিল ১ ঘণ্টা ১৩ মিনিট, তৃতীয় স্থান অর্জন করেন মো. আলামিন, তার টাইমিং ছিল ১ ঘণ্টা ১৪ মিনিট। বিজয়ীরা যথাক্রমে ৭০ হাজার, ৫০ হাজার এবং ৩০ হাজার টাকা প্রাইজমানি হিসেবে পেয়েছেন।
নারী ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন পাপিয়া খাতুন, তার সময় ছিল ১ ঘণ্টা ৪০ মিনিট, দ্বিতীয় স্থান অর্জন করেন হামিদা আক্তার, তার সময় ছিল ১ ঘণ্টা ৪২ মিনিট, তৃতীয় স্থান অর্জন করেন নাসরীন বেগম, তার সময় ছিল ১ ঘণ্টা ৪৪ মিনিট।
আরও পড়ুন: সিলেট, বরিশাল আর কুমিল্লার সঙ্গে সেরা চারে নাম লিখাবে কারা?
‘মুজিবের বাংলাদেশ-বিমান হাফ ম্যারাথন ২০২৩’-প্রতিযোগিতার রেস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন বিমানের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ।
আর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম। প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দীন।
এমএমএ/জেডএইচ/জিকেএস