শতকোটি টাকার রপ্তানিযোগ্য চোরাই গার্মেন্টস পণ্যসহ গ্রেফতার ৪

প্রায় শতকোটি টাকা মূল্যের রপ্তানিযোগ্য চোরাই গার্মেন্টস পণ্যসহ সংঘবদ্ধ চোর চক্রের চার সদস্যসহ মূলহোতা শাহেদ ওরফে সাঈদ ওরফে বদ্দাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শাহেদ চক্র গত দেড় যুগ ধরে এভাবে রপ্তানিযোগ্য গার্মেন্টস পণ্য চুরি করে আসছিল।
আরও পড়ুন>> রামপাল বিদ্যুৎকেন্দ্রের চুরি যাওয়া অর্ধকোটি টাকার মেশিন উদ্ধার
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে মৌলভীবাজার, গোপালগঞ্জ ও ঢাকার আশপাশের এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
আরও পড়ুন>> নিজ এলাকায় রাজনীতিবিদ-ঠিকাদার, ঢাকায় দুর্ধর্ষ ডাকাত
তিনি বলেন, ব্রাজিলসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির সময় প্রায় দুই সহস্রাধিক কাভার্ডভ্যান থেকে শতকোটি টাকার রপ্তানিযোগ্য গার্মেন্টস পণ্য চুরি করেছে চক্রটি। তারা গত দেড় যুগ ধরে গার্মেন্টস পণ্য চুরি করে আসছে। আজ গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।
এ বিষয়ে শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
আরও পড়ুন>> যার কাছে চোরাই মোটরসাইকেল পাবো তাকেই গ্রেফতার: হারুন
টিটি/এমএএইচ/