ভিন্ন নামে ফেনসিডিল বিক্রি, মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৪ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৩

নাম ভিন্ন হলেও এতে বিদ্যমান মাদক ফেনসিডিলের সব উপাদান। রাজধানীর কল্যাণপুরে মিজান টাওয়ারের সামনে ভিন্ন নামে ওই ফেনসিডিল বিক্রির দায়ে মো. রাশেদুল মোমেন রানা (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে জব্দ করা হয় ১৫ বোতল মাদক।

রোববার (৫ ফেব্রুয়ারি) রাতে জাগো নিউজকে এ তথ্য জানান মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন।

তিনি বলেন, ভিন্ন নামে ফেনসিডিল বিক্রির সময় রোববার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে মিজান টাওয়ারের সামনে থেকে মো. রাশেদুল মোমেন রানাকে গ্রেফতার করা হয়। তার কাছে থাকা একটি ব্যাগ থেকে জব্দ করা হয় এসব মাদক। বোতলের গায়ে ভিন্ন নাম লেখা থাকলেও তাতে উপাদান হিসেবে কোডিন ফসফেট লেখা, যা ফেনসিডিলের উপাদান হিসেবেই ব্যবহৃত হয়।

আরও পড়ুন: মাদক মামলার হাজিরা দিয়ে ফেরার পথে মাদক বিক্রি!

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানা জানান, বাংলাদেশে ওই মাদক এখনো সেভাবে প্রচলিত হয়নি। নাম ভিন্ন হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আটক হওয়ার ঝুঁকি কম। তাই দিনাজপুর সীমান্ত থেকে এসব মাদক এনে তিনি ঢাকায় বিক্রি করেন।

গ্রেফতার রানা একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদক আইনে পাঁচটি মামলা রয়েছে বলেও জানান তিনি।

আরএসএম/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।