সন্ত্রাসে অর্থায়ন দেশের উন্নয়নে প্রতিবন্ধক : গভর্নর


প্রকাশিত: ০১:৫০ পিএম, ০৪ ডিসেম্বর ২০১৪

মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নকে দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রতিবন্ধক উল্লেখ করে এ সংক্রান্ত আইন বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ও ব্যাংকগুলো নিজস্ব বিধান পরিপালন করার নিদের্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

বৃহস্পতিবার রাজশাহীতে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক আঞ্চলিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসে বা জঙ্গি অর্থায়ন বিশ্বের সবদেশেই গুরুতর আর্থিক অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে। এ অপরাধ রোধ করা না গেলে দেশ ও জাতির ঝুঁকির পরিমাণ ক্রমাগতভাবে বাড়ে। চোরাচালান, মাদক ব্যবসা, সন্ত্রাস ও জঙ্গিবাদসহ অপরাধমূলক কর্মকাণ্ড মানি লন্ডারিংয়ের মাধ্যমের সম্পন্ন হয়। তাই ব্যাংকারদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।’

রাজশাহী মহানগরের নানকিং রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম মাহাফুর রহমান, জান্নাতুন বাকেয়া ও আল-আরাফা ইসলামী ব্যাংকের ব্যবস্থা পরিচালক হাবিবুর রহমান প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।