অবৈধ হাসপাতাল-ক্লিনিকের বিরুদ্ধে অভিযান শুরু
অবৈধভাবে স্থাপিত হাসপাতাল-ক্লিনিকের বিরুদ্ধে অভিযান শুরু করেছে কতৃপক্ষ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে বৃহস্পতিবার অভিযান চালিয়ে রাজধানীর গোলাপবাগ এলাকায় ডা. তৌহিদা হাসপাতাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারের প্যাথলজি শাখা বন্ধ করে দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের অনুমোদন না নিয়েই প্যাথলজি শাখা চালাচ্ছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। ডা. তৌহিদা নামে একজন চিকিৎসক ওই হাসপাতালের স্বত্ত্বাধিকারী। এছাড়া স্বাস্থ্য অধিদফতরের উপ-পরিচালক (হাসপাতাল) ডা. স্বপন কুমার তপাদারের নেতৃত্বে রাজধানীর মালিবাগ, শান্তিবাগ, রাজারবাগ, গোলাপবাগসহ বেশ কয়েকটি এলাকার হাসপাতাল-ক্লিনিকে অভিযান চালানো হয়।
এ সময় ডা. তৌহিদা হাসপাতাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টার কর্তৃপক্ষের কাছে কাগজপত্র চাওয়া হয়। হাসপাতাল থেকে সরবরাহ করা কাগজ-পত্র যাচাইবাছাই করে ডায়গনস্টিক সেন্টার পরিচালনার অনুমোদন পাওয়া যায়নি। এরপর তাৎক্ষনিকভাবে তা এই হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে যেসব ত্রুটি-বিচ্যুতি আছে, তা সংশোধনের নির্দেশ দেওয়া হয়।