পরিবেশ দূষণের দায়ে ঢাকায় ১০ যানবাহন ও ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৩
ফাইল ছবি

পরিবেশ দূষণের দায়ে রাজধানীতে ১০ যানবাহন ও ছয় প্রতিষ্ঠানকে ৭২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) বসিলা, উত্তরা, হাজারীবাগ ও বাসাবো এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

সরকারের পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের ঢাকা মহানগর, জেলা ও ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান চালানো হয়।

অভিযানে নির্মাণসামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে উত্তরা এলাকায় তিন প্রতিষ্ঠান থেকে ২৫ হাজার টাকা, বাসাবো এলাকায় দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা, হাজারীবাগ এলাকায় এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বসিলা এলাকায় ১০টি যানবাহনে অভিযান চালিয়ে ২২ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ঢাকার আশপাশে বায়ু দূষণবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আইএইচআর/এএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।