‘১০ বছরের শিশুরাও আগামীতে জাতীয় পরিচয়পত্র পাবে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ০২ মার্চ ২০২৩

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেছেন, ‘নির্বাচন কমিশনের (ইসি) এখন যন্ত্রপাতির সংকট নেই। শুধু জনবল সংকট রয়েছে। তারপরও হয়রানিমুক্ত সেবা দিতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।’

তিনি বলেন, ‘ইসি জাতীয় পরিচয়পত্র সংশোধনের সব ধরনের সেবা দিয়ে যাচ্ছে। এখন যাদের বয়স ১৬ বছর, তাদের জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়েছে। শুধুমাত্র ভোটার তালিকায় তাদের নাম থাকবে না। তাদের বয়স যখন ১৮ বছর পূর্ণ হবে, স্বয়ংক্রিয়ভাবে তারা ভোটার হয়ে যাবেন। আগামীতে যাদের বয়স ১০ বছর হবে, তাদেরও জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে।’

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে ‘ভোটার দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ভোটার হবো নিয়ম মেনে, ভোট দেবো যোগ্যজনে’ স্লোগান সামনে রেখে এবার সারাদেশে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘আগে ওয়েবক্যাম দিয়ে ভোটারদের ছবি তোলা হতো। এতে ছবিতে কিছু অস্পষ্টতা রয়েছে। এখন আধুনিক ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়। এখনকার ছবি স্বচ্ছ ও সুন্দর হয়। যাদের এনআইডি কার্ডে পুরোনো ছবি রয়েছে, তারা চাইলেই নির্বাচন কমিশনে এসে ছবি পরিবর্তন করে নিতে পারেন। সেবা নিতে সরকারি ফি ব্যাংকে জমা দেওয়া ছাড়া অতিরিক্ত কোনো টাকা কাউকে দেবেন না।’

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ড. মো. আমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আনোয়ার হোসেন, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ।

ইকবাল হোসেন/এএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।