কোটালীপাড়ায় এক ইউনিয়নে আ.লীগের দুই প্রার্থী


প্রকাশিত: ০২:৩০ পিএম, ০১ মার্চ ২০১৬

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক ইউনিয়নে দুই নেতাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। হিরন ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। এ বিষয়টি সকলকে হতবাক করেছে।

দলীয় সূত্রে জানা যায়, রোববার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে কোটালীপাড়া উপজেলার হিরন ইউনিয়নে দলীয় প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান মুন্সী এবাদুল ইসলামের নাম ঘোষণা করা হয়।
 
অপরদিকে, সোমবার বেলা ১১টায় ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া দাড়িয়া ধানমন্ডির কার্যালয় থেকে তার মনোনয়ন গ্রহণ করেন।
 
আবার সোমবার রাত ১০ টায় মুন্সী এবাদুল ইসলাম একই স্থান থেকে তার মনোনয়নপত্র গ্রহণ করেন। দু’টি মনোনয়ন পত্রেই বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বাক্ষর রয়েছে।

এ ব্যাপারে মুন্সী এবাদুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছে। অন্য কেউ মনোনয়ন পেয়েছে কিনা তাহা আমার জানা নাই।

গোলাম কিবরিয়া দাড়িয়া বলেন, দল আমাকে মনোনয়ন পত্র দিয়েছে। দল ওই মনোনয়নপত্র বাতিল করেছে কিনা তা আমি জানি না। তবে আমাদের দলীয় সভানেত্রী যে সিন্ধান্ত দিবে তাহা আমি মেনে নিব।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ূন কবীর বলেন, দল প্রথমে গোলাম কিবরিয়া দাড়িয়াকে মনোনয়ন দিয়েছিল। পরবর্তীতে ওই মনোনয়ন পত্র বাতিল করে মুন্সী এবাদুল ইসলামকে মনোনয়ন দিয়েছে।
 
এস এম হুমায়ূন কবীর/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।