আইএবিটিআইতে যুক্ত হলেন সিটিটিসির তিন বোমা বিশেষজ্ঞ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৮ পিএম, ০৬ মার্চ ২০২৩

বোমা বিশেষজ্ঞ হিসেবে প্রথমবারের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বোম্ব টেকনিশিয়ানস অ্যান্ড ইনভেস্টিগেটরসে (আইএবিটিআই) যুক্ত হলেন বাংলাদেশ পুলিশের তিন বোমা বিশেষজ্ঞ।

তারা হলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. রহমত উল্লাহ চৌধুরী, পুলিশ পরিদর্শক এসএম রাইসুল ইসলাম ও সাব-ইন্সপেক্টর মো. রফিক উদ্দিন। এই তিনজন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিটের টেকনিশিয়ান। ২০১৪ সালে তারা যুক্তরাষ্ট্র থেকে এ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।

আরও পড়ুন: নিষ্ক্রিয় করা হলো মসজিদ চত্বরে উদ্ধার ৫টি ‘হ্যান্ড গ্রেনেড’

আন্তর্জাতিক প্ল্যাটফর্ম আইএবিটিআইয়ের সদস্যপদ পেতে প্রথমে আবেদন করতে হয়। আইএবিটিআই কর্তৃপক্ষ দীর্ঘদিন যাচাই-বাছাই শেষে তাদের প্লাটফর্মে অন্তর্ভুক্তির অনুমতি দেয়। এক্ষেত্রে প্রশিক্ষণ, পরিশ্রম ও অভিজ্ঞতাকে করা হয় মূল্যায়ন।

সদস্যপদ লাভ করার পর সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বাংলাদেশকে আইএবিটিআই’র অঞ্চল-৭ এ অন্তর্ভুক্তির আবেদন করেন। আইএবিটিআই কর্তৃপক্ষ আবেদনটি যাচাই-বাছাই শেষে অঞ্চল-৭ এ বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করে।

সিটিটিসি জানায়, আইএবিটিআই বিশ্বব্যাপী আধুনিক প্রযুক্তির সমন্বয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। প্রতি বছর বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার আয়োজন করে। এখন থেকে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের তিন টেকনিশিয়ান বিদেশের মাটিতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারবেন। বিশ্বব্যাপী বোমা ও আইইডি বিষয়ে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যদের আপডেট থাকার সুযোগ করে দিল এই আন্তর্জাতিক প্ল্যাটফর্ম।

আরও পড়ুন: মাটি খুঁড়তে গিয়ে মিলল অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড

সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের ইনচার্জ এডিসি মো. রহমত উল্লাহ চৌধুরী বলেন, আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বোম্ব টেকনিশিয়ান অ্যান্ড ইনভেস্টিগেটরসে যুক্ত হওয়া সিটিটিসি তথা বাংলাদেশ পুলিশের সাফল্য।

টিটি/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।