সত্যিই মারা গেলেন `মৃত` সেই নারী


প্রকাশিত: ০১:৩০ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৪

এবার সত্যি সত্যিই মারা গেলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে `মৃত` ঘোষণা করে মর্গে পাঠানো চিকিৎসাধীন অজ্ঞাত পরিচয় সেই নারী। শুক্রবার বিকেলে অবস্থান তিনি মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ড. মুশফিকুর রহমান এ খরব নিশ্চিত করে তিনি জানান, বিকেল পৌনে ৪টার দিকে তিনি মারা গেছেন। তার আগে থেকেই তীব্র শারীরিক দুর্বলতা ও শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা ছিল।
 
উল্লেখ্য, বৃহস্পতিবার এই নারীকে `মৃত` ঘোষণা করেন চিকিৎসক। লাশটি ডেথ সার্টিফিকেটের জন্য মর্গে পাঠানো হয়েছিল। মর্গ কর্মীরা ওয়ার্ড থেকে লাশটি বুঝে নিতেও এসেছিলেন। লাশ বহনের ট্রলিতে ওঠানোর সময়ই বিস্ময়কর ঘটনা- নড়ে উঠল লাশের হাত-পা! ভূত দেখার মতো ভয় পেয়ে যায় ডোমও। হাসপাতালজুড়ে সৃষ্টি হয় চাঞ্চল্য।
 
জানা যায়, মঙ্গলবার এই নারীকে হাসপাতালের সামনের ফুটপাত থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছিল। নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডের অধ্যাপক ডা. আমিনুল হকের অধীনে তিনি চিকিৎসাধীন ছিলেন।
 
এদিকে বৃহস্পতিবারের ওই ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।