বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ দিয়ে পুরস্কার পেল ফাহমিদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:৫২ এএম, ০৯ মার্চ ২০২৩

চট্টগ্রামে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দিয়ে প্রথম পুরস্কার পেয়েছে মো. ফাহমিদ। সে নগরের পশ্চিম মাদারবাড়ি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। বুধবার (৮ মার্চ) বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্নারে আয়োজিত ভাষণ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

বিদ্যালয়ের প্রায় শতাধিক প্রতিযোগীকে হারিয়ে বঙ্গবন্ধুর মতো হুবহু ভাষণ দিয়েছে ফাহমিদ। ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতার মতো ব্যতিক্রমী আয়োজনে দ্বিতীয় স্থান অর্জন করে একই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র মো. সিদ্দিক। তৃতীয় হয়েছে মো. রবিউল ইসলাম।

নগরীর পশ্চিম মাদারবাড়ি সরকারি বালক বিদ্যালয় স্কুল কমিটির সভাপতি ও সদরঘাট থানা আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক সুমন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের গ্রন্থগার সম্পাদক আহমেদ কুতুব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য আলাউদ্দিন হোসেন দুলাল, ২৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আফসার উদ্দিন।

বক্তব্য রাখেন সদরঘাট ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শাহীন সরওয়ার, স্কুল পরিচালনা কমিটির সদস্য রাহাত, ২৯ নম্ব ওয়ার্ড যুবফ্রন্টের সাধারণ সম্পাদক হোসেন সিরাজী রাসেল, যুবলীগ নেতা নূরুল আফসার লিটন, স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসান রাব্বানী, ওমর ফারুক ফয়সাল, ওয়ার্ড ছাত্রলীগ নেতা জুবায়ের খান জুরাত প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ৭ মার্চ উপলক্ষে শিশুদের মধ্যে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ নিয়ে প্রতিযোগিতার আয়োজন একটি ব্যতিক্রমী অনুষ্ঠান। এ প্রতিযোগিতার মাধ্যমে শিশুরা জানতে পেয়েছে বঙ্গবন্ধুকে এবং তার অর্জনগুলো। বঙ্গবন্ধুর এ একটি ভাষণই বাংলাদেশ স্বাধীন হওয়ার বীজ বুনে দিয়েছিলেন তাও শিশুদের জানানো গেছে। এ শিশুদের মাঝেই বঙ্গবন্ধুর স্বপ্নকে জাগিয়ে দিতে হবে।

ইকবাল হোসেন/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।