‘নারীর প্রতি সহিংসতা রোধে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত কর‍তে হবে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৫ এএম, ১০ মার্চ ২০২৩

‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ডেভেলপমেন্ট অরগানাইজেশন অব দি রুরাল পুয়র (ডর্‌প)-এর র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে মিরপুরে ডর্পের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালির পর আলোচনা সভায় বক্তারা পারিবারিক পরিসর থেকেই নারী-পুরুষের সমঅধিকার চর্চা শুরুর প্রতি জোর দেন।

তারা বলেন, নারীর প্রতি সহিংসতা এবং হয়রানি রোধে আধুনিক প্রযুক্তির নানাবিধ ব্যবহার নিশ্চিত করা জরুরি। পাশাপাশি দেশের নারীশক্তির অর্থনৈতিক মুক্তির জন্য প্রযুক্তির ব্যবহারের ওপরও তারা গুরুত্ব আরোপ করেন।

ডর্পের উপ-নির্বাহী পরিচালক মোহাম্মদ যোবায়ের হাসান আলোচনা সভায় বলেন, মূলত তথ্যপ্রযুক্তির উপযুক্ত ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে নারীকে অনুপ্রেরণা জোগাতে এই বছরের নারী দিবসের স্লোগান নির্বাচন করা হয়েছে। যদিও আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সব কাজই ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় এর পরও বিশ্বব্যপী ৩৭ শতাংশ নারী ইন্টারনেট ব্যবহার করেন না।

তিনি ডর্পের উদ্যোগে নারীবান্ধব প্রকল্পসমূহ, যেমন মাতৃত্বকালীন ভাতা ও স্বপ্ন প্যাকেজ-এর ইতিবাচক প্রভাবের উপরও আলোকপাত করেন।

এসএম/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।