কমলাপুরে ১২ তলা থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ২১ মার্চ ২০২৩
ফাইল ছবি

রাজধানীর কমলাপুরে বহুতল ভবনের সিঁড়ি থেকে নিচে পড়ে মো. সাফায়েত আহমেদ (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটে এই ঘটনা।

নিহতের বাবা শাহ আলম জানান, ইস্টার্ন হাউজিংয়ের ওই ভবনটি ১৭ তলা। ১২ তলা থেকে লিফটে উঠার জন্য দৌড় দিলে নিয়ন্ত্রণ হারিয়ে সিঁড়ির রেলিংয়ের ওপর দিয়ে নিচে পড়ে যায় সাফায়েত। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: মুহূর্তেই ধ্বংস হয়েছে বিশ্বের যেসব বহুতল ভবন

নিহত সাফায়েত কমলাপুর শেরেবাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। সে কমলাপুরে ইস্টার্ন হাউজিংয়ের ওই ভবনের ১২ তলায় পরিবারের সঙ্গে থাকতো।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কাজী আল আমিন/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।