ঘরের সঙ্গে পেলেন টাকা

ভিক্ষাবৃত্তি ছাড়বেন নুর নাহার, বানাবেন বাঁশ-বেতের পণ্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ২২ মার্চ ২০২৩

নুর নাহার। স্বামী পরিত্যক্তা এক বৃদ্ধা। ছেলেমেয়েও নেই। ভিক্ষাবৃত্তি করে চলে তার জীবন। সেখানে একটি বাড়ি তো তার জন্য শুধুই স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন বাস্তবে পরিণত হলো নুর নাহারের।

বুধবার (২২ মার্চ) সকালে তাকে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর। পাশাপাশি স্থানীয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে নগদ টাকা অনুদানও। এই টাকা দিয়ে তিনি বাঁশ ও বেতের পণ্য তৈরি করে বিক্রি করে নিজের সংসার চালাবেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর উপহারের ঘরে তালা, থাকেন না বরাদ্দপ্রাপ্তরা

এমনটাই জানালেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন। তিনি জানান, জীবিকা নির্বাহের জন্য ভিক্ষাবৃত্তি করতেন নুর নাহার। তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। তিনি বাঁশ-বেতের পণ্য তৈরি করে ব্যবসা করবেন বলে কথা দিয়েছেন।

চতুর্থ ধাপে বোয়ালখালীতে ঘরহারা ৫৩ পরিবার পেয়েছে দুই শতক জমির দলিলসহ তৈরি সেমিপাকা ঘর। তাদের হাতে দলিল ও ঘরের চাবি বুঝিয়ে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এই ধাপে ঘর পেয়েছেন নুর নাহারও।

সকালে বোয়ালখালী উপজেলা পরিষদ চত্বরে এ সংক্রান্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জেলা প্রশাসক।

আরও পড়ুন: বিমে রড না দিয়েই নির্মাণ, ভাঙা হলো প্রধানমন্ত্রীর উপহারের ৫ ঘর

তিনি বলেন, চট্টগ্রামের বোয়ালখালী ও রাউজান উপজেলার জন্য আজ অসাধারণ দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন দেশে একজনও ভূমি ও গৃহহীন থাকবে না। তিনি যা বলেন তা করেন। প্রধানমন্ত্রীর আজকের ঘোষণার মধ্যদিয়ে চট্টগ্রামের ছয়টি উপজেলা ভূমি ও গৃহহীনমুক্ত হয়েছে।

জেলা প্রশাসক বলেন, পৃথিবীর কোথাও এ ধরনের কোনো নজির নেই, যে সরকার জমি দেবে, ঘর করে দেবে। এটা হয়েছে প্রধানমন্ত্রীর কল্যাণে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর উপহারের ঘর ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন জমীর উদ্দীন

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুজন কান্তি দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামাল, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক।

বোয়ালখালীতে চার ধাপে মোট ১৬০টি ভূমি ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর দেওয়া হয়।

ইকবাল হোসেন/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।