সীতাকুণ্ডে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেলো পথচারীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:২০ পিএম, ২২ মার্চ ২০২৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে মাইক্রোবাসের ধাক্কায় মিল্টন নাথ (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (২২ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাশঁবাড়ীয়া চম্পা স্টিলের সামনে ঘটে এ দুর্ঘটনা।

নিহত মিল্টন নাথ সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া আবু কোম্পানির বাড়ি এলাকার অরবিন্দ নাথের ছেলে।

নিহতের পরিবারের বরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আশেক জাগো নিউজকে বলেন, বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির হাইয়েস মাইক্রোবাস ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় দুপুর আড়াইটার দিকে মিল্টন নাথকে উদ্ধার করে তার বাবা হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বছরে ২৫ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়

ইকবাল হোসেন/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।