মোহাম্মদপুরে মিষ্টির দোকানে অগ্নিকাণ্ড

ফাইল ছবি
রাজধানীর মোহাম্মদপুর চন্দ্রিমা উদ্যানের পাশে এক মিষ্টির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে জাগো নিউজকে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার।
তিনি বলেন, বৃহস্পতিবার বিকেল ৪ টা ৫০ মিনিটে চন্দ্রিমা উদ্যানের পাশে এক মিষ্টির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আরএসএম/এমএএইচ/জিকেএস