কারিগরি শিক্ষার উন্নয়নে ৭৪ কোটি টাকা অনুদান দেবে জাইকা

দক্ষ মানবসম্পদ সৃষ্টি ও কারিগরি শিক্ষার উন্নয়নে ৭৪ কোটি টাকা অনুদান দেবে জাইকা। ‘দ্যা প্রজেক্ট ফর দ্যা ইম্প্রুভমেন্ট অব ইক্যুইপমেন্ট ফর টেকনিক্যাল এডুকেশন’ প্রকল্পের আওতায় অনুদান দেবে জাইকা।
কারিগরি শিক্ষা অধিদপ্তর ৯৮ কোটি টাকা ব্যয়ে জানুয়ারি ২০২৩ থেকে ডিসেম্বর ২০২৪ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে।
প্রকল্প এলাকা: ঢাকা জেলার ঢাকা উত্তর সিটি করপোরেশন।
প্রকল্পের উদ্দেশ্য
দক্ষ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে নির্বাচিত টেকনিকেল প্রতিষ্ঠানসমূহে আধুনিক যন্ত্রপাতি/মেশিনারিজ সরবরাহ ও শিক্ষক প্রশিক্ষণের মাধ্যমে ব্যবহারিক প্রশিক্ষণের গুণগত মান উন্নয়ন।
প্রধান কার্যক্রম
পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য অন্যান্য যন্ত্রপাতি ও সরঞ্জামাদি কেনা, টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের জন্য অন্যান্য যন্ত্রপাতি ও সরঞ্জামাদি কেনা। এছাড়া প্রয়োজনীয় পরামর্শক নিয়োগ দেওয়া হবে।
পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিত কর্মকার তার মতামত তুলে ধরে বলেন, প্রকল্পটি ৩টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক যন্ত্রপাতি ও এতদ্সংশ্লিষ্ট অপারেশনাল প্রশিক্ষণের মাধ্যমে প্রতিষ্ঠান ৩টির মানোন্নয়নে করা হবে। এর মাধ্যমে মানব সম্পদের উন্নয়ন হবে। সামগ্রিকভাবে প্রকল্পটি বাংলাদেশের কারিগরি শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখবে।
এমওএস/এমআইএইচএস/জেআইএম