তরুণদের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতারি বিতরণ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ২৫ মার্চ ২০২৩

রমজানে শিশু ও গরিবদের মাঝে বিনামূল্যে ইফতারি হিসেবে রান্না করা ডিম-খিচুড়ি বিতরণ করছে প্রভাত যুব সমাজ কল্যাণ সংস্থা। তিন শতাধিক তরুণের মাসিক চাঁদার অর্থে অসহায় মানুষের মুখে এ খাবার তুলে দেওয়া হচ্ছে।

রমজানের প্রথম দিন থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের বিপরীত দিকে প্রতিদিন ফুটপাতের ওপর সারিবদ্ধভাবে বসিয়ে রান্না করা খাবার বিতরণ করতে দেখা গেছে। প্রতিদিন দেড় শতাধিক মানুষকে ইফতারি হিসেবে এক বেলার খাবারের যোগান দিচ্ছেন তারা।

শনিবার সরেজমিনে দেখা গেছে, বিকেলে আসরের নামাজের পরেই ছোট-বড় অনেককে এসে সারিবদ্ধভাবে অপেক্ষা করতে দেখা যায়। কেউ কেউ খাবারের প্লেট ও বাটি নিয়ে অপেক্ষা করছেন। এর কিছুক্ষণ পর ১০-১২ জন তরুণ বড় আকারের হাঁড়িতে খিচুড়ি রান্না ও সিদ্ধ ডিম নিয়ে আসেন। এরপর সেখানে ভিড় আরও বেড়ে যায়। সবাইকে প্লেট ভর্তি খিচুড়ি ও একটি করে ডিম বিতরণ করা হয়। এসময় রিকশা-ভ্যানচালকসহ আশপাশের অনেক গরিব মানুষ খাবার নিতে এসে ভিড় জমান।

তরুণদের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতারি বিতরণ

সংগঠনের প্রতিষ্ঠাতা আমির হোসেন রাজু জানান, ২০১১ সালের ১৭ অক্টোবর ৩০ জনের মতো শিক্ষার্থী ও পেশাজীবী তরুণ মিলে এ সংগঠন গড়ে তোলেন। শুরুতে আগারগাঁও বস্তির মধ্যে একটি অফিস রুম নেওয়া হয়। শুরুতে তারা গরিব ও অসহায় মানুষের প্রয়োজনে রক্ত সংগ্রহ করে দিতেন। সংগঠনের সদস্যরা মিলে মাসে ৫০ টাকা করে চাঁদা দিয়ে তহবিল গঠন করেন।

রাজু বলেন, বর্তমানে এ সংগঠনের সদস্য সংখ্যা দুই শতাধিক। ২০১৪ সালে আমরা সমাজসেবা অধিদপ্তর থেকে অনুমোদন পেয়েছি। ২০১৬ সালে যুব উন্নয়নের তালিকাভুক্ত হই। সদস্যরা বর্তমানে মাসে ১০০ টাকা হারে চাঁদা দিয়ে তহবিল গঠন করছেন। এর বাইরে বিভিন্ন পেশাজীবী ১২ জন উপদেষ্টা রয়েছেন। তারা সার্বিকভাবে সহযোগিতা দিয়ে থাকেন। দেশ-বিদেশ থেকেও সংগঠনের জন্য অনেকে সহযোগিতা দিচ্ছেন।

তরুণদের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতারি বিতরণ

তিনি বলেন, গরিব-অসহায় মানুষকে বিনামূলে রক্ত সংগ্রহের কাজ ছাড়াও প্রতি বছর বিনামূল্যে খাদ্য বিতরণ, সেলাই মেশিন প্রদান, বন্যা ও প্রকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের খাদ্য-অর্থ দিয়ে আসছি আমরা। এ বছর পুরো রমজান মাসজুড়ে বিনামূল্যে মানুষের মাঝে ইফতারি বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তার প্রেক্ষাপটে গত দুইদিন ধরে রান্না করা ডিম-খিচুড়ি বিতরণ করা হচ্ছে। তবে আগামী সপ্তাহ থেকে খাবারের মান আরও বাড়ানো হবে।

এমএইচএম/এএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।