বিমানে মহান স্বাধীনতা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৫ পিএম, ২৬ মার্চ ২০২৩

মহান স্বাধীনতা দিবস পালন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার (২৬ মার্চ) বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবন চত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধ শহীদ স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন, সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন, পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম, বিমানের পরিচালক এবং বিভিন্ন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিসহ এয়ারলাইন্সটির বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

দিবসটি উপলক্ষে জাতির শান্তি, সমৃদ্ধি, উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বিমানের মসজিদগুলোতে মোনাজাত করা হয়।

১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলটসহ এয়ারলাইন্সটির বিভিন্ন স্তরের অসংখ্য কর্মী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে বিমানের ২৮জন কর্মকর্তা-কর্মচারী শহীদ হন। অপারেশন কিলো ফ্লাইটে বিমানের সাবেক পাইলটরা বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এমএমএ/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।