বনানীতে ইয়াবাসহ কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ২৬ মার্চ ২০২৩

রাজধানীর বনানী থানাধীন এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তার কাছ থেকে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি মোবাইল ফোন, দুটি সিম এবং নগদ ৪২০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম সুমন হোসেন শাওন (৩৮)।

রোববার (২৬ মার্চ) দুপুরে এ তথ্য জানান র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার নোমান আহমদ।

বনানীতে ইয়াবাসহ কারবারি গ্রেফতার

তিনি বলেন, রোববার সকাল সাড়ে ৯টায় র‌্যাব-১ জানতে পারে, বনানী থানাধীন ৫৭ কামাল আতাতুর্ক এভিনিউয়ের সামনে ইয়াবা বিক্রির উদ্দেশে মাদক কারবারি অবস্থান করছে। পরে অভিযান পরিচালনা করে ওই এলাকার হক ফ্রুটস অ্যান্ড জেনারেল স্টোরের সামনে থেকে শাওনকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতার সুমনের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। উদ্ধার মাদকদ্রব্য ও গ্রেফতার ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরএসএম/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।