রায়েরবাগে ভুসির মিলে আগুন

ফাইল ছবি
রাজধানীর রায়েরবাগে পুরাতন পাসপোর্ট অফিসের পাশে ভুসির মিলে আগুন লেগেছে। রাত ৯টা ৩০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৩টি ইউনিট রওয়ানা দিলেও যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
সোমবার (২৭ মার্চ) ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন জাগো নিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, সোমবার (২৭ মার্চ) রাত ৯টা ৩০ মিনিটে আমরা রায়েরবাগে পুরাতন পাসপোর্ট অফিসের পাশে ভুসির মিলে আগুন লাগার খবর পায়। খবর পাওয়ার পর ৩টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। কিন্তু রাস্তায় অতিরিক্ত যানজটের কারণে সাড়ে ১০টা নাগাদও ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও আমাদের কাছে হতাহতের কোনো খবর আসেনি।
আরএসএম/এমআরএম