ডিবি পরিচয় দেওয়া তিন প্রতারক যাত্রাবাড়ী থেকে আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৫ পিএম, ২৮ মার্চ ২০২৩

রাজধানীর যাত্রাবাড়ী থেকে ডিবি পুলিশ পরিচয় দেওয়া তিন প্রতারককে আটক করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে দুটি করে খেলনা পিস্তল, ডিবি পুলিশের জ্যাকেট, ওয়াকিটকি সেট, দুই জোড়া হ্যান্ডকাপ, একটি করে চোরাই মোটরসাইকেল, ক্যামেরা, ভুয়া পুলিশ আইডি কার্ড, পাঁচটি ভুয়া সাংবাদিক আইডি কার্ড, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন মো. তরিকুল ইসলাম (৪৮), মো. মতিউল ইসলাম (৪০) ও হাবিবুল্লাহ (৩৮)।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র‍্যাব-১০।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৭ মার্চ) র‍্যাব-১০ এর একটি দল জানতে পারে যাত্রাবাড়ী এলাকায় একটি প্রতারক চক্রের সদস্যরা অবস্থান করছে। পরে যাত্রাবাড়ী থানার দনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার কথা স্বীকার করেছে।

আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকের ‘বিনিময়’ থেকে ৯৭ লাখ টাকা প্রতারণা 

র‍্যাব জানায়, আটকরা একটি সংঘবদ্ধ চক্র। তারা প্রথমে ঢাকা শহরে তাদের সুবিধাজনক এলাকায় বাসা ভাড়া করে। পরবর্তী সময়ে তাদের দলের নারী সদস্যরা বিত্তশালী ব্যক্তিদের অনৈতিক কাজের লোভ দেখিয়ে তাদের পরিকল্পিত স্থানে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর তাদের কৌশলে ডিবি সেজে দলের অন্য সদস্যরা হাজির হয়। কৌশলে নারী সদস্যদের সঙ্গে আপত্তিকর ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে মোটা অংকের টাকা দাবি করে।

মো. তরিকুল ইসলাম প্রতারক চক্রের দলনেতা। হাবিবুল্লাহ নারী সংগ্রহ এবং ভিডিও ধারণ করে। মো. মতিউল ইসলাম ঘটনাস্থলে সাংবাদিক পরিচয়ে হাজির হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে র‍্যাব।

আরএসএম/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।