বাড্ডার ‘রাজভোগ সুইটস’ পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১০ পিএম, ২৮ মার্চ ২০২৩

রাজধানীর মধ্যবাড্ডায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ‘রাজভোগ সুইটস অ্যান্ড বেকারি’ নামে একটি মিষ্টির দোকান। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে ইউলুপ সংলগ্ন হাজি রুস্তম আলী ম্যানশনের ওই দোকানে আগুন লাগে।

আরও পড়ুন: বাড্ডায় মিষ্টির দোকানে আগুন

দোকানের মালিক মোর্শেদুল আলম জাগো নিউজকে বলেন, বেলা ১১টার দিকে হঠাৎ করেই দোকানে ধোঁয়া দেখা দেয়। শর্টসার্কিট থেকেই আগুন লাগতে পারে। দ্রুত আমিসহ দোকানের সব কর্মচারী বের হয়ে যাই। এরপর সবাই মিলে চেষ্টা করলেও আগুন নেভানো সম্ভব হয়নি। ঘটনার প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিস আসে। এর আগেই দোকানে থাকা ফ্রিজ, এসি ও নগদ টাকাসহ সব পুড়ে যায়।

jagonews24

আরও পড়ুন: কামরাঙ্গীরচরে ফার্নিচার কারখানায় আগুন, শিশুসহ দুজন দগ্ধ

দোকানটিতে গেলে দেখা যায়, আগুনে ছয়তলা ভবনের শুধু মিষ্টির দোকানই ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের অন্য ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত না হলেও ধোঁয়ায় কালো হয়ে গেছে পুরো ভবনটির বেশিরভাগ অংশ।

দোকানের কর্মচারী রাব্বি জাগো নিউজকে বলেন, রাজভোগ সুইটস অ্যান্ড বেকারির শহরে ১৫-১৬টি দোকান আছে। এই দোকানে সকালে হঠাৎ করেই আগুন ধরে যায়।

এএএম/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।