ভূমি মন্ত্রণালয়ের নতুন সচিব খলিলুর রহমান

ভূমি মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকার বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।
খলিলুর রহমানকে সচিব পদে পদোন্নতির পর নিয়োগ দিয়ে বুধবার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
গত ২৩ মার্চ ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে বদলি করা হয়।
মোস্তাফিজুর রহমানকে বদলির আদেশ ৩১ মার্চ থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছিল। মোস্তাফিজুর রহমান জননিরাপত্তা বিভাগে যোগ দিলে তার স্থলাভিষিক্ত হবেন খলিলুর রহমান।
আরএমএম/জেএইচ/এমএস