লোহাগাড়ায় ৭ দোকানিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৬ এএম, ৩০ মার্চ ২০২৩

চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে সাতজন দোকানিকে ৪২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ মার্চ) লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফ উল্যাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

শরীফ উল্যাহ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি, মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে সাতজন দোকানিকে ৪২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। দ্রব্যমূল্য ঠিক রাখাসহ স্বাস্থ্যকর পরিবেশে ইফতারসামগ্রী তৈরি, পণ্যমূল্যের তালিকা প্রদর্শণসহ প্রয়োজনীয় বিষয়ে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।

ইকবাল হোসেন/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।