ভাটারায় ভাঙারির দোকানের আগুন নিয়ন্ত্রণে

প্রতীকী ছবি
রাজধানীর ভাটারা এলাকায় একটি ভাঙারির দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চার ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার বিকেল ৪টা ৩৫ মিনিটি আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর ২টা ৫৫ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজধানীর ভাটারা এলাকার একটি ভাঙারির দোকানে আগুনের খবরে প্রথমে দুই ইউনিট গিয়ে কাজ শুরু করে। পরে আরও দুই ইউনিটসহ মোট চার ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
টিটি/কেএসআর/এমএস