অস্বাস্থ্যকর পণ্য উৎপাদন, যাত্রাবাড়ীর শাওন প্রোডাক্টস সিলগালা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৮ পিএম, ৩০ মার্চ ২০২৩

অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে পণ্য উৎপাদন করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির একজন প্রতিনিধিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার যাত্রাবাড়ীর গোবিন্দপুর এলাকায় র‌্যাবের সহযোগিতায় বিএসটিআই ওই প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই অভিযান পরিচালনাকালে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ মোতাবেক পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত সফট ড্রিংকস পাউডার, কফি, গ্লুকোজ-ডি, কর্ন ফ্লাওয়ার, টেস্টিং সল্ট, বিরিয়ানি মশলা, সিজনিং মিক্সপণ্যসমূহ উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে শাওন কনজ্যুমার প্রোডাক্টস নামের ওই প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকাও জরিমানা করা হয়।

এছাড়া প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে পণ্যসমূহ উৎপাদন করায় বিএসটিআই আইন, ২০১৮ মোতাবেক সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।

ওই মোবাইল কোর্ট বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজার নেতৃত্বে পরিচালিত হয়েছে।

এনএইচ/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।