কেরানীগঞ্জে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০২ পিএম, ০১ এপ্রিল ২০২৩

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহ্পুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. আশিক বেপারী (২৫) নামে ধর্ষণ মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১ এপ্রিল) দুপুরে র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল দক্ষিণ কেরাণীগঞ্জের আব্দুল্লাহ্পুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার পলাতক আসামি আশিক বেপারীকে গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও ১ হাজার ৬৩০ টাকা জব্দ করা হয়। শরীয়পুর জেলার ডামুড্যা থানায় আশিকের বিরুদ্ধে ধর্ষণ রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আশিক ধর্ষণের ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

টিটি/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।