সিআইডি প্রধানের মা ও সহধর্মিণীর মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৫ পিএম, ০১ এপ্রিল ২০২৩

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়ার মা উম্মে সালমার সপ্তম এবং সহধর্মিণী সাবরিনা শারমিনের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৬ সালের এই দিনে (১ এপ্রিল) উম্মে সালমা ইন্তেকাল করেন। এছাড়া ২০১৯ সালের একই দিনে সাবেক উপসচিব ও সিআইডি প্রধানের সহধর্মিনী সাবরিনা শারমিন মারা যান।

শনিবার (১ এপ্রিল) সিআইডি থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মরহুমা উম্মে সালমা ২০১৬ সালের ১ এপ্রিল মৃত্যুবরণ করেন। আজ তার সপ্তম মৃত্যুবার্ষিকী। এছাড়া বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২০ তম ব্যাচের কর্মকর্তা সাবরিনা শারমিন ২০১৯ সালের ১ এপ্রিল মৃত্যুবরণ করেন। আজ তার চতুর্থ মৃত্যুবার্ষিকী।

গত বছরের ১৬ আগস্ট সিআইডি প্রধানের দায়িত্ব পান মোহাম্মদ আলী মিয়া। গোপালগঞ্জে জন্মগ্রহণ করা এই মেধাবী কর্মকর্তা বিসিএস পুলিশ ১৫তম ব্যাচের সদস্য।

টিটি/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।