হলুদ গুঁড়ার প্যাকেটে ১৫ লাখ টাকার হেরোইন, কারবারি গ্রেফতার

রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় শনিবার (১ এপ্রিল) অভিযান চালিয়েছে র্যাব। এ সময় মো. আতিকুর রহমান মাসুদ (৩২) নামে এক যুবক দৌড়ে পালানোর চেষ্টা করেন। র্যাব সদস্যরা ধাওয়া করে তাকে ধরে ফেলেন। এ সময় তার হাতে থাকা শপিংব্যাগে হলুদ গুঁড়ার প্যাকেট পাওয়া যায়। তার মধ্যে কৌশলে ৭৮৫ গ্রাম হেরোইন বহন করছিলেন তিনি। যার আনুমানিক দাম ১৫ লাখ ৭০ হাজার টাকা।
রোববার (২ এপ্রিল) র্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছিলেন র্যাব সদস্যরা। এ সময় আতিকুর দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি নিজেই স্বীকার করেন তার কাছে হেরোইন আছে।
এএসপি ফজলুল হক বলেন, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে একটি মুদি দোকানের কর্মচারী বলে পরিচয় দেন। হেরোইন বিক্রি করতে কেরানীগঞ্জ থেকে রায়েরবাজারে এসেছেন। দীর্ঘদিন তিনি মাদক কারবারে জড়িত। তার বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
আরএসএম/এএএইচ/জেআইএম