জাফরুল্লাহর মৃত্যুতে সালমান এফ রহমানের শোক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ১২ এপ্রিল ২০২৩

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

বুধবার (১২ এপ্রিল) এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

আরও পড়ুন>> ডা. জাফরুল্লাহ চৌধুরী মারা গেছেন

সালমান এফ রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধ, ওষুধশিল্প ও জনস্বাস্থ্য খাতে ডা. জাফরুল্লাহর অবদান স্মরণীয় হয়ে থাকবে। মুক্তিযুদ্ধের সময় আগরতলার মেলাঘরে তার গড়ে তোলা বাংলাদেশ ফিল্ড হাসপাতালের ধারাবাহিকতাতেই স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহযোগিতায় তিনি সাভারে গড়ে তোলেন গণস্বাস্থ্য কেন্দ্র। যার মাধ্যমে সহনীয় মূল্যে জনগণ মানসম্মত চিকিৎসা পেয়ে যাচ্ছে।

তিনি বলেন, ঔষধনীতি প্রণয়নে ডা. জাফরুল্লাহর দূরদর্শী এবং সহায়ক কার্যক্রম বাংলাদেশে এই শিল্পের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আরও পড়ুন>> ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবদান স্মরণীয় হয়ে থাকবে: প্রধানমন্ত্রী

সালমান এফ রহমান আরও বলেন, ডা. জাফরুল্লাহ মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছেন। তিনি মুক্তিযুদ্ধকালে মেডিকেল টিমের অন্যতম চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে এবং জনস্বাস্থ্য উন্নয়নে তার অবদান জাতি কৃতজ্ঞতা সহকারে স্মরণ করবে।

এসএম/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।