বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন তামিম


প্রকাশিত: ০৪:১১ পিএম, ০৬ মার্চ ২০১৬

এশিয়া কাপের ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী ছিলেন তামিম ইকবাল। আউট হওয়ার আগে করেছেন ১৩ রান। এ ম্যাচে তিনি একটি বড় দুর্ঘটনার হাত থেকেও রক্ষা পেয়েছেন।

ম্যাচের ৪র্থ ওভারে বোলিং করছিলেন আশিষ নেহরা। ব্যাটিংয়ে ছিলেন সৌম্য সরকার। এ ওভারের ৪র্থ বলে ডাউন দ্য উইকেটে গিয়ে আশিষ নেহরার একটি বলকে সীমানা ছাড়া করতে যান সৌম্য সরকার। বলটি সরাসরি ব্যাটিংয়ের অপর প্রান্তে থাকা তামিম ইকবালের মাথা বরাবর চলে যায়। তামিম সঙ্গে সঙ্গেই বসে পড়েন। তামিম সুকৌশলে বলটিকে এড়িয়ে না গেলে হয়ত বড় দুর্ঘটনা ঘটে যেত। তাকে তখনই মাঠ ছেড়ে যেতেও হতো।

এআরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।