এডাস্টের উদ্যোগে বুদ্ধিপ্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৪ এএম, ১৭ এপ্রিল ২০২৩

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এডাস্ট) ও মাটির মানব অটিজম সংস্থা যৌথ উদ্যোগ্য গাজীপুরে অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে গাজীপুর ডুয়েট ক্যাম্পাস সংলগ্ন এক কমিউনিটি সেন্টারে ১০৮ জন অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধীকে ঈদ সামগ্রী দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি এর (ভারপ্রাপ্ত) উপাচার্য এ কে এম দেলোয়ার হোসেন।

উদ্বোধক হিসেবে বক্তব্য দেন এম আই এস টি এর প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ড. ইঞ্জি: মোহাম্মদ আব্দুল মান্নান। এতে সভাপতিত্ব করেন মাটির মানব অটিজম সংস্থার প্রতিষ্ঠাতা মো. কফিল মাহমুদ।

এডাস্টের উদ্যোগে বুদ্ধিপ্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাটির মানব অটিজম সংস্থার সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি এর উপ-গ্রন্থাগারিক ড. নিখিল চন্দ্র সরকার ও গাজীপুর বিজ্ঞান কলেজ এর সভাপতিসহ অনেকে।

অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে উপস্থিত হতে পেরে আবেগে আপ্লূত বক্তব্য দেন এডাস্ট উপাচার্য এ কে এম দেলোয়ার হোসেন। তিনি বলেন, আমি অভিভূত, আমি আপ্লূত। এই প্রতিবন্ধী শিশুরা সৃষ্টির বৈচিত্র। আমাদের সমাজের বসবাসরত নাগরিকদের নৈতিক দায়িত্ব তাদের পাশে এসে দাঁড়ানো।

এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।