বায়তুল মোকাররম
ঈদ জামাতে লাইটার-দিয়াশলাই বহন নিষিদ্ধ
চলমান তাপপ্রবাহ পরিস্থিতির মধ্যে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের জামাতে লাইটার, দিয়াশলাই বা অন্য যে কোনো দাহ্য পদার্থ বহন করা যাবে না। ঈদের জামাতে মুসল্লিদের এসব জিনিস না আনার অনুরোধ জানিয়ে বুধবার (১৯ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশন থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী শনি বা রোববার (২২ বা ২৩ এপ্রিল) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।
সম্প্রতি ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছিল। দেশের বিভিন্ন অঞ্চলের মতো ঢাকার ওপর দিয়ে বয়ে যাচ্ছিল তীব্র তাপপ্রবাহ। এরইমধ্যে ঢাকার বেশ কয়েকটি বড় মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে। ঢাকার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেও এখনো প্রচণ্ড গরমে দুর্বিষহ নগরজীবন।
আরও পড়ুন>> ঈদে মূল্যবান সামগ্রী আত্মীয়ের কাছে রেখে যান: আইজিপি
বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় নামাজে অংশগ্রহণকারী মুসল্লিকে মসজিদ ও মসজিদের আশপাশে কোনো ধরনের লাইটার, দিয়াশলাই বা যে কোনো ধরনের দাহ্য পদার্থ সঙ্গে নিয়ে না আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
জানতে চাইলে ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সাংস্কৃতি বিভাগের পরিচালক মো. আনিছুর রহমান সরকার জাগো নিউজকে বলেন, ‘অত্যন্ত গরম আবহাওয়া বিরাজ করছে। বিভিন্ন স্থানে আগুন লাগার খবর পাচ্ছি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বায়তুল মোকাররমে ঈদের জামাতে লাইটার, দিয়াশলাই বা অন্যান্য দাহ্য পদার্থ না আনার জন্য বলেছি আমরা।’
আরও পড়ুন>> চাঁদ দেখা যেতে পারে শুক্রবার, জানালো আবহাওয়া অধিদপ্তর
এবার সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আবহাওয়া প্রতিকূল হলে ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহ থেকে পরিবর্তিত হয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টার জামাতের সঙ্গে একীভূত হবে এবং ওই জামাতে রাষ্ট্রপতি নামাজ আদায় করবেন।
বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত
ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল ৭টায়। এতে ইমাম থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম মসজিদের মুয়াজ্জিন ক্বারি মো. ইসহাক।
দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। ইমাম থাকবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের খাদেম হাফেজ মো. আব্দুল মান্নান।
সকাল ৯টায় তৃতীয় জামাতের ইমাম হবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা আবু ছালেহ পাটোয়ারী। বাতুল মোকাররমের সাবেক মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান এ জামাতের মুকাব্বির থাকবেন।
আরও পড়ুন>> হোক তীব্র রোদ, তবুও ফিরতে হবে বাড়ি
চতুর্থ জামাত হবে সকাল ১০টায়। এতে ইমাম থাকবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের প্রধান খাদেম মো. শহিদ উল্লাহ।
পঞ্চম ও সর্বশেষ জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমাম থাকবেন বায়তুল মোকারমের পেশ ইমাম মাওলানা মুহিউদ্দিন কাসেম। মুকাব্বির হবেন খাদেম হাফেজ মো. জহিরুল ইসলাম। পাঁচটি জামাতের কোনোটিতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মো. আব্দুল্লাহ।
আরএমএম/এএএইচ/এএসএম