বিকল ট্রাকে বাসের ধাক্কা

গুরুতর আহত মা ও দুই মেয়ে ঢামেকে ভর্তি

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩২ এএম, ২০ এপ্রিল ২০২৩
আহত সাদিয়া আক্তার/ছবি: জাগো নিউজ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিকল ট্রাকে পেছন থেকে বাসের ধাক্কায় গুরুতর আহত মা ও দুই মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন। ঢামেকে ভর্তি তিনজন হলেন- মোছা. সাদিয়া আক্তার (২৮) এবং তার দুই মেয়ে মোছা. সাফা (১১) ও মোছা. সামিয়া (৭)।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৯ জন।

নিহতরা হলেন- শরীয়তপুরের সখিপুর উপজেলার সাইফুল (৩৫) ও হাজেরা খাতুন (৬০), নড়িয়া উপজেলার মো. আরিফ কাজি। তবে নিহত আরেক নারীর পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন>> ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

আহতরা হলেন- বিউটি (২৫), তাহিরা (১৫), আকাশ পাটোয়ারী (২৫), বিথী (৩০), আরিফ (২০), রাসেল (২৫), চাঁপা (১০), মারিয়া (১), সাকিরা (৩০), সুলতান (৩০), আকাশ (২০), শামীম (২০), সেলিম (৩০), বাশার (২৫), বিল্লাল (২৫), জান্নাত (২০), সালাউদ্দিন, সেলিম (১৯), আরিফ (২৭)।

হাইওয়ে পুলিশ ও ফায়ার ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকল হওয়া একটি ট্রাকের পেছন থেকে শরীয়তপুরগামী পদ্মা ট্রাভেলস নামের বাসটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজ আল মামুন বলেন, ‘এ দুর্ঘটনায় চারজন মারা গেছে। এর মধ্যে দুইজনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

কাজী আল-আমিন/এএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।